Home সারাদেশ নেত্রকোনার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার উত্তম চন্দ্র দেব
অক্টোবর ২৮, ২০২৩

নেত্রকোনার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার উত্তম চন্দ্র দেব

মাসুম বিল্লাহ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব।
বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
এ সময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব এর হাতে সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ ।
জানা গেছে,সেপ্টেম্বর মাসের মাদকদ্রব্য জব্দ,ভারতীয় পন্য জব্দ,সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার,উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষাসহ  অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এ-সভায় জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে জেলা ও থানা সমুহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব  বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, দুর্গাপুর থানার সকল কর্মকর্তাগণসহ সকলের সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই দুর্গাপুর থানার  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *