মধুখালীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মাহমুদা বেগম কৃক
মোঃ জুয়েল শরীফ, স্টাফ রিপোর্টার
ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক গত ২৩ অক্টোবর ২০২৩ সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মধুখালী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজা মন্ডপ গুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা সকলের কাছে পৌঁছে দেন। সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রাধারানী ভৌমিক, সাধারণ সম্পাদক, মধুখালী উপজেলা মহিলা লীগ। মোরশেদা আক্তার মিনা, মহিলা ভাইস চেয়ারম্যান, মধুখালী উপজেলা পরিষদ। খুরশিদ আলম মাসুম, সাবেক চেয়ারম্যান ডুমাইন ইউনিয়ন পরিষদ। মোঃ আদর আলী, ইউপি সদস্য, ৮ নং গাজনা ইউনিয়ন পরিষদ। মোঃ মিন্টু মির্জা , সাধারণ সম্পাদক মধুখালী পৌর কৃষক লীগ সহ তার কর্মী ও সমর্থকেরা।