বুবলীকে ‘ঘৃণা’ করেন অপু তবে বীরকে ভালোবাসেন, জানালেন নিজেই
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা পুরোনো। দুই তারকার দ্বন্দ্বের কেন্দ্রে শাকিব খান। অপু-বুবলী একে অন্যকে নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করেছেন। কখনো ইঙ্গিতে, আবার কখনো সরাসরি। তবে এবার অপু বিশ্বাস যেভাবে কথা বললেন, সেভাবে আগে কখনোই বলেননি। তাই বিষয়টিতে অনেকে হতবাকও। টেলিভিশন অনুষ্ঠানে তিনি শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে সরাসরি জানিয়েছেন। পাশাপাশি এ–ও জানিয়েছেন, তাঁর সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন।
শাকিব খানের সঙ্গে দাম্পত্য–অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তাঁকে ঘিরে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন অপু বিশ্বাস। সন্তান আব্রাহাম খান জয়ের কারণে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা যায় শাকিব-অপুকে। নায়কের আরেক সাবেক স্ত্রী শবনম বুবলীও তাঁদের সন্তান শেহজাদ খান বীরকে ঘিরে প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি শেহজাদের স্কুলে যাওয়াকে কেন্দ্র করে শাকিব-বুবলীকে এক ফ্রেমেও দেখা গেছে। তবে অপু-বুবলী দুজনের মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, সেটা তাঁদের অনুসারীরা সহজেই বুঝতে পারেন! দুজনের নানা ধরনের আক্রমণাত্মক উক্তি ঘিরে ফেসবুকে দুজনের ভক্তরা কাদা–ছোড়াছুড়ি করেনও।
‘মিস্টার শাকিব খান’কে যা বললেন বুবলী
শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের ছিল টানা ৯ বছরের সংসারজীবন। সিনেমায় কাজ করতে এসে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। এরপর তা বৈবাহিক সম্পর্কে রূপ নেয়। জন্ম নেয় সন্তান আব্রাহাম খান জয়। শাকিবের সঙ্গে দূরত্ব তৈরি ও বিচ্ছেদ ইস্যুতে অপু বরাবরই আঙুল তোলেন বুবলীর দিকে।
সম্প্রতি বিষয়টি যেন আবার নতুন করে বুঝিয়ে দিলেন অপু। বিচ্ছেদের বিষয়ে সরাসরি কিছু না বললেও অপু বলেছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন। বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির ‘বলা না বলা’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কামরুজ্জামানের প্রশ্নে এসব বলেন তিনি। বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আসলে ওনাকে আমি ঘৃণা করি। এক বাক্যে এই কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই ওয়ার্ডটা (শব্দটা) প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার
‘ভুল করে’ বিয়ে করলেন অপু বিশ্বাস, সাত মিনিট পর উধাও ‘গট ম্যারিড’ পোস্ট
তবে বুবলীকে ঘৃণা করলেও তাঁর ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন। অপু বিশ্বাস বলেন, ‘জয়ের মতো যারা আছে, সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। সে খুবই কিউট, মাশা আল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।’
লুঙ্গি–শার্ট পরা অপু বিশ্বাসের ছবিটি কে তুলেছিলেন?
বাবা হিসেবে শাকিব খান ও তাঁর দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, ‘আগেও বলেছি, শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় ও বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সব সময় রেসপেক্ট এবং সম্মান জানাই।’
শাকিব খানের সঙ্গে একের পর এক জুটি বেঁধে ছবিতে অভিনয়ের পর চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনকে ছবিপ্রেমীরা চিনেছেন। দুজনে পেয়েছেন জনপ্রিয়তাও। এই দুজন একটা সময় জড়িয়ে পড়েন শাকিব খানের ব্যক্তিজীবনেও।
অপু-বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত: শাকিব খান
শাকিব-অপুর বিচ্ছেদের আগেই খবর ছড়ায় শাকিব-বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে অনেক অপু তখন ববুলীকে ইঙ্গিত করে আড়ালে-প্রকাশ্যে অনেক ক্ষোভও প্রকাশ করেন। অপুর সঙ্গে বিচ্ছেদের তিন বছরের মাথায় জানা যায় শাকিব-বুবলীর সংসারে জন্ম নিয়েছে শেহজাদ খান।
আবার কি এক হচ্ছেন শাকিব–অপু
অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ে হয় ২০০৮ সালে। কিন্তু দুজনে খবরটি গোপন রাখেন। ছয় মাস বয়সী সন্তান আব্রাহামকে নিয়ে অপু বিশ্বাস টেলিভিশন লাইভে এলে তখন জানা যায়, তাঁরা সন্তানের মা–বাবা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিচ্ছেদ হয়। অপুর সঙ্গে বিচ্ছেদের পর শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় বুবলীর। গত বছরের অক্টোবরে শাকিব-বুবলী দুজনে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, শেহজাদ খান বীর নামে তাঁদের একটি পুত্রসন্তান আছে। এরপর বুবলী আরেক পোস্টে জানান, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।