Home জাতীয় বান্দরবান ছাড়া সব জেলায় চলে বিআরটিসি বাস: ওবায়দুল কাদের
অক্টোবর ২৫, ২০২৩

বান্দরবান ছাড়া সব জেলায় চলে বিআরটিসি বাস: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে বিআরটিসির অধীনে ১ হাজার ৩৫০টি বাস পরিচালিত হচ্ছে। বান্দরবান জেলা ছাড়া দেশের ৬৩টি জেলায় বিআরটিসির বাস চলাচল করে।

বুধবার (২৫ অক্টোবর) নাটোর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্ন উত্থাপন করা হয়। বিআরটিসির জন্য সিএনজিচালিত একতলা এসি বাস সংগ্রহে একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ওই প্রকল্পের আওতায় ৩৪০টি সিএনজিচালিত একতলা এসি বাস দক্ষিণ কোরিয়া থেকে সংগ্রহের প্রক্রিয়া চলছে। বিআরটিসির জন্য ইলেকট্রিক একতলা এসি বাস সংগ্রহ প্রকল্পের মাধ্যমে ১০০টি বৈদ্যুতিক এসি বাস এবং বিআরটিসির জন্য বৈদ্যুতিক দ্বিতল বাস সংগ্রহ প্রকল্পের মাধ্যমে ১০০টি দ্বিতল বাস সংগ্রহের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকারের তিন মেয়াদে এ পর্যন্ত দেশে ছোট-বড় এক হাজার ১৩১টি সেতু নির্মাণ করা হয়েছে।

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে বিআরটিএ অনুমোদিত মোটরযানের সংখ্যা ৫৮ লাখ ৫১ হাজার ৮২৭টি।

এদিকে, কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৮১ হাজার মেট্রিক টন কাঁচাপাট ও এক লাখ ৭৮ হাজার মেট্রিক টন পাটজাত দ্রব্য রপ্তানি করা হয়েছে। গত অর্থবছরে ২ দশমিক ২৭ মেট্রিক টন কাঁচাপাট ও ৫ দশমিক ৮৭ লাখ মেট্রিক টন পাটজাত দ্রব্য পণ্য রপ্তানি করা হয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে তাঁত ফ্যাক্টরি ৩০২টি এবং ২০১৮ সালের তাঁতশুমারি অনুযায়ী তাঁত ইউনিটের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১১৭টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *