Home চাকুরী বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ আদেশ পেলেন যাঁরা
অক্টোবর ২৪, ২০২৩

বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ আদেশ পেলেন যাঁরা

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ‘সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা’ পদে শিক্ষানবিশ হিসেবে অস্থায়ী ভিত্তিতে ৬৬ জনকে নিয়োগের আদেশ দিয়েছে। প্রতিযোগিতামূলক নৈর্ব্যক্তিক পরীক্ষা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং বিআরডিবির ১ নম্বর নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশে দশম গ্রেডে এসব প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ আদেশ পাওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৫ নভেম্বরের মধ্যে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল হবে।

জেলা সিভিল সার্জনের কাছ থেকে নিজ খরচে বিআরডিবির ‘সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা’ পদে কর্মক্ষম মর্মে স্বাস্থ্য সনদ ও ডোপ টেস্ট সনদ যোগদানপত্রের সঙ্গে দাখিল করতে হবে। স্বাস্থ্য সনদ সন্তোষজনক না হলে চাকরিতে যোগদানপত্র গ্রহণ করা হবে না।

চাকরিতে যোগদানের পর থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষানবিশকালে আচরণ ও কর্মকাণ্ড সন্তোষজনক বিবেচিত হলে প্রথম বার্ষিক বেতন বৃদ্ধি মঞ্জুর এবং চাকরিতে স্থায়ী বা নিয়মিতকরণ করা যাবে; শিক্ষানবিশকালে শৃঙ্খলাজনিত কোনো অপরাধ প্রমাণিত হলে নিয়োগ আদেশ বাতিল করা হবে।

বাংলাদেশ ব্যাংকে এডি পদে প্যানেল থেকে ৫৭ জন নির্বাচিত

শিক্ষানবিশকালে প্রার্থীকে কোনো কারণ না দেখিয়ে কর্তৃপক্ষ এক মাসের নোটিশ অথবা এক মাসের বেতন প্রদান করে যেকোনো সময় চাকরিচ্যুত বা ছাঁটাই করতে পারবে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আইন বিরোধী এবং রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না মর্মে যোগদানের সময় লিখিত ঘোষণাপত্র দিতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা তাঁর নিজের জন্য ও পরিবারের অন্য সদস্যদের জন্য যৌতুক নেবেন না এবং যৌতুক দেবেন না মর্মে কাজে যোগদানের সময় লিখিত ঘোষণাপত্র প্রদান করবেন। বিআরডিবির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৮৮ এর উপ-প্রবিধান ১৪ (২)–তে বর্ণিত বিধানাবলি এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের লিখিত পরীক্ষা স্থগিত

নিয়োগপ্রাপ্ত সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময় নির্ধারিত মেয়াদের জন্য মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং যোগদানের পর সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করে দায়িত্ব পালন করতে হবে।

নিয়োগ আদেশ পাওয়া প্রার্থীদের নাম দেখা যাবে এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *