Home ধর্মীয় সংবাদ পূজা মন্ডপ প‌রিদর্শনে খাগড়াছ‌ড়ি পু‌লিশ সুপার
অক্টোবর ২৪, ২০২৩

পূজা মন্ডপ প‌রিদর্শনে খাগড়াছ‌ড়ি পু‌লিশ সুপার

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব উপল‌ক্ষে খাগড়াছড়ির বি‌ভিন্ন পূজা মন্ডপ প‌রিদর্শন করে‌ছেন খাগড়াছড়ির পু‌লিশ সুপার মুক্তা ধর।

গতকাল র‌বিবার গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপ‌জেলার পূজা মন্ডপ পরিদর্শন কা‌লে তিনি প্রত্যেটি মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি,পুজারীদের সাথে মতবি‌নিময় ও দুর্গা পূজা উদযাপন কমিটির হাতে মিষ্টি তুলে দেন।

পু‌লিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্গাপূজা উপল‌ক্ষে জেলার সা‌র্বিক নিরাপত্তায় খাগড়াছ‌ড়ির জেলা পু‌লিশ তৎপর র‌য়ে‌ছে। কোন সমস্যা চো‌খে পড়‌লে সা‌থে সা‌থে পু‌লিশ‌কে অবগত ক‌রে সহ‌যো‌গিতা করার আহ্বান জানান তি‌নি।

এই সময় খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন সহ পদস্থ কর্মকর্তা স্ব স্ব থানার অফিসার ইনচার্জ , জনপ্রতি‌নি‌ধি ও পূজা মন্ডপ কর্তৃপক্ষসহ জনপ্রতিনিধিরা সা‌থে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *