খাগড়াছড়িতে অবৈধ সিগারেটসহ যুবক আটক
খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ সিগারেটসহ একজনকে আটক করেছে খাগড়াছড়ির ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অস্থায়ী সদর দপ্তরের অধিনায়ক (পুলিশ সুপার) কাজী মোঃ আবদুর রহীম, সহকারী পুলিশ সুপার আবুল হাসান মোঃ যায়ীদ ও সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তফা হারুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সদরের পেরাছড়া ইউনিয়নের হ্যাডম্যানপাড়া এলাকার রনি চাকমার বাড়ি থেকে ৬৫০ কার্টুন শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি “মন্ড” ব্রান্ডের সিগারেটসহ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নলেজ চাকমা নামে একজনকে আটক করা হয়েছে।
জানা যায়, সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন স্থান চোরাচালানের মাধ্যমে পাচার করা হতো এসব সিগারেট। জব্দকৃত সিগারেটের পাইকারী বাজার মূল্য ১৩ লক্ষ টাকা। তবে এ ঘটনায় মূল আসামী পলাতক রয়েছে।
১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-খ (খ) ধারায় ৭ এপিবিএন অস্থায়ী সদর দপ্তর খাগড়াছড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ খায়রুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় এজাহার দায়ের করেছেন।
আটককৃত আসামীকে জব্দকৃত মালামালসহ খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।