Home সারাদেশ ছাত্রলীগের কমিটি ঘিরে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
অক্টোবর ২৪, ২০২৩

ছাত্রলীগের কমিটি ঘিরে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রায় সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ, মিছিল, শোডাউন, ভাংচুর ও হতাহতের ঘটনা ঘটিয়েছেন পদবঞ্চিত নেতারা।

রোববার (২২ অক্টোবর) সকাল ১০ টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে দলীয় ট্রেন্টে অবস্থান নেন পদবঞ্চিত নেতারা। এ সময় তারা সভাপতি ও সম্পাদককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করার হুঁশিয়ারি দেন।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারীদের রুম থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বেলা সাড়ে ১২ টার দিকে সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে একজনকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেন পদবঞ্চিত নেতা ও তাদের কর্মীরা।

পদবঞ্চিত নেতারা বলেন, এই কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত বর্তমান কমিটিকে ক্যাম্পাসে অবস্থান নিতে দেওয়া হবে না।

তাদের অভিযোগ, এই কমিটি অছাত্র, বিতর্কিত, বিবাহিত, নিষ্ক্রিয়দের দিয়ে গঠিত এবং এ কমিটির মাধ্যমে স্বচ্ছ, সক্রিয় ও ত্যাগীদের সাথে রসিকতা করা হয়েছে।

বেলা সাড়ে ১১ টার দিকে নেতা–কর্মীদের নিয়ে মাদার বখশ হলে যান বিদায়ী কমিটির কাজী আমিনুল ইসলাম, নতুন কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ও তাওহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান। তাঁরা ওই হলের ২১৫ নম্বর কক্ষ ও ওই কক্ষের দুই পাশের ২টি কক্ষে ভাঙচুর চালান। ২১৫ নম্বর কক্ষে থাকেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিব। এ সময় তাঁরা কক্ষের দরজা, জানালা ও গাছের টব ভেঙে হল ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *