শিক্ষার্থীদের ক্যাম্পাসেই মার্শাল আর্ট শেখার সুযোগ
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
আগামী ২৯ অক্টোবর (রবিবার) থেকে জবি মার্শাল আর্ট ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 22 অক্টোবর (রবিবার) এক ঘোষণায় এ তথ্য জানায় সংগঠক এম কে মারুফ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মনস্তাত্তিক বিকাশ ও ভবিষ্যৎ গড়ার জন্য রয়েছে নানা সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী ক্লাব। সাংবাদিক সমিতি, আবৃত্তি সংসদ, ডিবেটিং সোসাইটি, প্রেসক্লাব, বাঁধন, রোভার স্কাউট, বিএনসিসি সহ ১৯ টি সংগঠন রয়েছে এখানে। সম্প্রতি এ তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছে ‘মার্শাল আর্ট’ ক্লাব।
ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী ফ্রি সেশনের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ সেশনে যুক্ত হবার জন্য আগ্রহ প্রকাশ করেছে৷ সেশন শেষ হবার পর আবেদন করে ক্লাবের সদস্য হতে পারবেন শিক্ষার্থীরা।
মার্শাল আর্ট ক্লাবের ফাউন্ডার সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ব্ল্যাকবেল্ট ধারী এম কে মারুফ। তিনি প্রায় আট বছর ধরে কিক বক্সিং এর সাথে জড়িত। ক্লাবটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘ আমাদের লক্ষ্য সাধারন শিক্ষার্থীদের আত্মরক্ষা ও স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা। পাশাপাশি এখানে তাদের কিক বক্সিং শেখার ও সুযোগ থাকবে।’
ভবিষ্যতে ক্লাবকে কোথায় দেখতে চান এমন প্রশ্নের উত্তরে মারুফ জানান, “জগন্নাথ থেকে স্টুডেন্টরা যাতে জাতীয় পর্যায়ে যেতে পারে আমরা সেই চেষ্টা করব। গতবার জবি থেকে ৩ জন জ্যুডো ন্যাশনালে অংশ নিয়েছিল। আমি তাদের মধ্যে একজন। আমি চাই এ সংখ্যা আরও বাড়ুক।”