Home সারাদেশ ২৮ অক্টোবর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ
অক্টোবর ২৩, ২০২৩

২৮ অক্টোবর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ

ঢাকা: ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সোমবার (অক্টোবর ২৩) বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত  মন্ত্রিসভার বৈঠক নিয়ে তিনি ব্রিফিং করেন।

মাহবুব হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের জনজীবন যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। ’

জেলা প্রশাসকদেরও এ বিষয়ে বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *