Home সারাদেশ ২৮ অক্টোবর নাশকতার ভয় নেই, তল্লাশি ও আসামি গ্রেপ্তারের মতো রুটিন কাজ করবে পুলিশ: ডিবিপ্রধান হারুন
অক্টোবর ২২, ২০২৩

২৮ অক্টোবর নাশকতার ভয় নেই, তল্লাশি ও আসামি গ্রেপ্তারের মতো রুটিন কাজ করবে পুলিশ: ডিবিপ্রধান হারুন

ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে চেকপোস্টে পুলিশের কড়াকড়ি ও তল্লাশি অভিযান থাকবে। আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারেও পুলিশ সক্রিয় থাকবে।

আজ রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন–অর–রশীদ এসব কথা বলেন। এগুলো সবই পুলিশের রুটিন কাজ বলে মন্তব্য করেন তিনি।

২৮ অক্টোবর ঘিরে বিএনপিকে মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি আওয়ামী লীগের

চেকপোস্ট বসানোর কারণ ব্যাখ্যা করে ডিবিপ্রধান হারুন–অর–রশীদ বলেছেন, প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসেন। তাঁরা এসে বিভিন্ন অপরাধ করেন। রাজধানীতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা না করতে পারেন, সে জন্য চেকপোস্ট বসানো হয়।

পুলিশ সব সময় অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বলে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে বলে জানান ডিবিপ্রধান। অপরাধ কমে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হারুন–অর–রশীদ বলেছেন, ঢাকা শহরে একসময় একাধিক রাজনৈতিক দল সমাবেশ করতে পারত না। কিন্তু বর্তমানে একই দিনে তিন থেকে চারটি সমাবেশ হচ্ছে, প্রতিটি সমাবেশস্থলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। ২৮ অক্টোবর কোনোকিছু ঘটবে না বলে পুলিশ আশা করছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *