Home সারাদেশ রাজবাড়ীতে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
অক্টোবর ২১, ২০২৩

রাজবাড়ীতে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু বককার খানের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক বিপ্লব মুক্ত বিশ্বাসের সঞ্চালনায় বর্ধিত সভার উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও বিশেষ অতিথি হিসেবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা,কেন্দ্রীয় কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা,পানি,সেচ ও বিদ্যুৎ বিষয়য়ক সম্পাদক আঃরাশেদ খান,কৃষক লীগের জাতীয় কমিটির সদস্য মো.সোয়েব আকন,এ্যাড.মো.মোবাশ্বের হোসেনসহ আরও বক্তব্য রাখেন কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় প্রধান বক্তা হিসেবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন,কৃষক লীগ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য কৃষক লীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কৃষক লীগ করতে হলে পদ-পদবী নিয়ে বসে থাকলে চলবে না, কৃষকদের কাছে যেতে হবে।সাংগঠনিক কাজ করতে হবে।সামনে নির্বাচন,তাই নিজেদের মধ্যে গ্রুপিং না করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দলের কেউ ভালো থাকতে পারবে না,জনগণ ও ভালো থাকতে পারবে না।
প্রধান বক্তার বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এ কথা বলেন।
খন্দকার রবিউল ইসলাম
রাজবাড়ী প্রতিনিধি,
মোবাইল-০৭১২-০৮৪৮৭৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *