Home ধর্মীয় সংবাদ দুর্গাপুরে ৬৬ টি পুজা মন্ডপে জিআর চাউল বিতরণ করেন এমপি মানু মজুমদার 
অক্টোবর ২১, ২০২৩

দুর্গাপুরে ৬৬ টি পুজা মন্ডপে জিআর চাউল বিতরণ করেন এমপি মানু মজুমদার 

মোঃ মাসুম বিল্লাহ 

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করেছেন স্থানীয় এমপি মানু মজুমদার। শুক্রবার বিকেলে ৬৬টি পুজা মন্ডপে প্রতিটিতে ৫শত কেজি করে জিআর চাউল বিতরণ করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে চাউল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্তে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,ওসি দুর্গাপুর থানা- উত্তম কুমার দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। এছাড়াও দুর্গাপুর উপজেলার ৬৬টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  এরপর মানু মজুমদারের  ব্যক্তিগত তহবিল থেকে ও ৬৬টি পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন ।

এমপি মানু মজুমদার তার বক্তব্যে বলেন, ধর্ম সম্প্রতীর দেশ বাংলাদেশ। ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকারের আমলেই সকল ধর্মের মানুষ একসাথে মিলে মিশে উৎসব পালন করে আসছে। পুঁজোয় জাতি ধর্ম নির্বিশেষে আনন্দ ভাগ করে নিয়ে সকলকে মিলেমিশে থাকার আহবান জানান।

মোঃ মাসুম বিল্লাহ

২০ অক্টোবর ২০২৩

০১৯১১-১১৮৪৮৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *