Home বানিজ্য শেষ হচ্ছে জাতীয় ফার্নিচার মেলা ২০২৩
অক্টোবর ২০, ২০২৩

শেষ হচ্ছে জাতীয় ফার্নিচার মেলা ২০২৩

শেষ হচ্ছে ৫দিনব্যাপী ১৮তম জাতীয় ফার্নিচার মেলা। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮০টি স্টল রয়েছে। ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার’র (ডিটিসি) ব্যবস্থাপনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজনে করছে। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এ এইচ এম আহসান, ভাইস-চেয়ারম্যান ও সিইও, রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ ও জনাব মাহবুবুল আলম,

সভাপতি, এফবিসিসিআই এবং জনাব কে এম আকতারুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও পরিচালক এফবিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান জনাব সেলিম এইচ রহমান।

বিগত ১৭ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার ১৮তম আয়োজন। এই মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানো। এরই মধ্যে বিদেশে ফার্নিচার রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

মেলায় হাতিল, আখতার, নাভানা, ওমেগা ফার্নিচার, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সের মতো
ফার্নিচার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *