ইন্টারন্যাশনাল সেফ ডে ২০২৩
আন্তর্জাতিক সেফ ডে ২০২৩ উপলক্ষে হোটেল সারিনায় আয়োজিত হয় মিস্ট্রি বক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছিলেন হোটেল সারিনা সেফ টিম এর ৬ জন সদস্য এবং আয়োজনে উপস্থিত ছিলেন হোটেল সারিনার জেনারেল মেনেজার মিস্টার কৃষাণ কোডিপ্পিলি, ডিরেক্টর অফ সেলস এন্ড মার্কেটিং মিস্টার জেসন সালগাডো, এফ এন বি মেনেজার মিস্টার, মিস্টার দেবিন্দ অবেরাথনা, সেফ মোকাম সিং এবং সারিনার অন্যান্য সদস্যবৃন্দ। ১৯শে অক্টোবর অত্যন্ত জাঁকজমকপূর্ণের সাথে পালন করা হয় এই দিনটি।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৬ জন সদস্যকে ৩ টি দলে বিভক্ত করা হয়। প্রত্যেক টিমকে একটি করে মিস্ট্রি বক্স প্রদান করা হয়। প্রত্যেক বক্সে সিক্রেট কিছু উপাদান দেওয়া থাকে যার মাধ্যমে সদস্যদের একটি করে রেসিপি তৈরি করতে হয়।প্রতিযোগিতার সময়সীমা ছিল ৩০ মিনিট। প্রচণ্ড উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াই চলে ৩ টি দলের মধ্যে।
প্রতিযোগিতার শেষে সম্মানীয় বিচারকবৃন্দ জেনারেল মেনেজার মিস্টার কৃষাণ কোডিপ্পিলি, ডিরেক্টর অফ সেলস এন্ড মার্কেটিং মিস্টার জেসন সালগাডো, এফ এন বি মেনেজের মিস্টার, মিস্টার দেবিন্দ অবেরাথনা, সেফ মোকাম সিং ফুড টেস্টিং, পরিষ্কার পরিছন্নতা এবং সময়সীমা বিবেচনা করে বিজয়ী দল ঘোষণা করেন। প্রতিযোগিতার বিজয়ী দল সহ সমস্ত অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
আয়োজনের শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দ সেফদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ডিরেক্টর অফ সেলস এন্ড মার্কেটিং মিস্টার জেসন সালগাডো এবং পরবর্তী করনীয় বিষয় সম্পর্কে নির্দেশনা দেন সেফ মোকাম সিং। জেনারেল মেনেজার মিস্টার কৃষাণ কোডিপ্পিলি সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
—ভয়েস ডেস্ক