Home বিনোদন ফিলিস্তিনের পক্ষে বলিউড অভিনেত্রীর সাহসী অবস্থান, ‘অন্ধ বিশ্ব’কে কটাক্ষ
অক্টোবর ১৯, ২০২৩

ফিলিস্তিনের পক্ষে বলিউড অভিনেত্রীর সাহসী অবস্থান, ‘অন্ধ বিশ্ব’কে কটাক্ষ

বিশ্বের অসংখ্য মানুষের সাথে কণ্ঠ মেলালেন বলিউড অভিনেত্রী গওহর খান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি নিজের সাহসী অব্স্থান জানান দিয়েছেন তিনি।

রোববার এক্স একাউন্টে এই অভিনেত্রী নিজের অব্স্থান ব্যক্ত করেন। তিনি তাতে লেখেন, ‘অত্যাচারী কবে থেকে নিপীড়িত হয়ে গেল? জুলুম-নিপীড়নের দীর্ঘ ইতিহাসে ‘অন্ধ হয়ে থাকা বিশ্বে’র পক্ষে এখন দেখা সহজ।’

স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে দখলদার ইসরাইলের ওপর ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে এখন পর্যন্ত ৬০০ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া আহত সংখ্যা অসংখ্য।

এই ইস্যুতে ‘বিশ্বের তথাকথিত মোড়লরা’ যখন ইসরাইলের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে, তখন-ই তাদের কটাক্ষ করেই গওহর খান এ বার্তা দিলেন। যদিও ওইসব মোড়লেরা সারাবছর ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার সময় ‘চোখ বুজে’ থাকে, কোনো বিবৃতি দেয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *