Home বিনোদন আজান দিলেন আতিফ আসলাম, এবার কাবা শরিফে আজান দেয়ার স্বপ্ন (ভিডিও)
অক্টোবর ১৯, ২০২৩

আজান দিলেন আতিফ আসলাম, এবার কাবা শরিফে আজান দেয়ার স্বপ্ন (ভিডিও)

আজান দিলেন আতিফ আসলাম, এবার কাবা শরিফে আজান দেয়ার স্বপ্ন – 

আজান দিলেন আতিফ আসলাম, এবার কাবা শরিফে আজান দেয়ার স্বপ্ন (ভিডিও)

বিশ্বখ্যাত পাকিস্তানি সঙ্গীত-শিল্পী আতিফ আসলামের আজান দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাম্প্রতিক ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে- সমুধুর কণ্ঠে আজান দিচ্ছেন এক ব্যক্তি।

পরে জানা যায়, ওই ব্যক্তি আর কেউ নন; বরং জনপ্রিয় সঙ্গীত-শিল্পী আতিফ আসলাম।

ডেইলি জংগ জানিয়েছে, আতিফ আসলামের আজান দেয়ার এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত একটি মসজিদের ঘটনা। ওখানে আজান দেয়ার সময়-ই ‍দৃশ্যটি ভিডিও করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভিডিওটি অনেক পছন্দ করেছেন। জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত-শিল্পী আইমা বেগ এটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন’।

পাকিস্তানি অভিনেতা বেলাল কুরেশিও ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘মাশাআল্লাহ! আমি একবার তাকে বলতে শুনেছি যে- তার সবচেয়ে বড় স্বপ্ন হলো- পবিত্র কাবা শরিফে আজান দেয়া।’

উল্লেখ্য, আতিফ আসলাম এর আগেও আজান দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। একইসাথে তার কণ্ঠে হামদ ও কাওয়ালি শোনার বিশ্বব্যাপী অসংখ্য শ্রোতা রয়েছেন। কোক স্টুডিওতে তার গাওয়া ‘তাজে দারে হারম’ ব্যাপক সাড়া ফেলে।

আতিফ বর্তমানে যুক্তরাষ্ট্রে সফর করছেন। সেখানের বিভিন্ন শহরে কনসার্টে যোগ দেয়ার কথা রয়েছে জাদুকরী কণ্ঠের অধিকারী এই শিল্পীর।

সূত্র : ডেইলি জংগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *