খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে যান তিনি।
এ সময় বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন।
গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছে।