Home অপরাধ ১৪ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে পিতা গ্রেফতার
অক্টোবর ১৮, ২০২৩

১৪ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে পিতা গ্রেফতার

কিশোরগঞ্জের ১৪ বছর বয়সী নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার “মোঃ জিল্লুর রহমান”(৫৫) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকার মৃত আ. মোতালিব ছেলে।

আজ মঙ্গলবার (১৬ মে) ভোর ৩টার সময় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

কিশোরগঞ্জ র‍্যাব ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর “মোঃ শাহরিয়ার মাহমুদ খান” মঙ্গলবার দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০২২ সালের ৫ নভেম্বর মোঃ জিল্লুর রহমান তার নিজ কিশোরী মেয়েকে নিজ বসত ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য ভিকটিমকে তার পিতা ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে আরও একাধিকবার তাকে ধর্ষণ করে। ভিকটিম আসামির ভয়ে উক্ত ঘটনার বিষয়ে কাউকে কোন কিছু জানায়নি। পরবর্তীতে ভিকটিমের শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে ভিকটিম তার পরিবারের অন্যান্য সদস্যদের নিকট ধর্ষণের বিষয়টি জানায়। গতকাল সোমবার (১৫ মে) ভিকটিমের বড় ভাই ভিকটিমকে আল্ট্রাসনোগ্রাফি করালে সেখানে ২৭ থেকে ২৮ সপ্তাহের গর্ভবতী রিপোর্ট আসে।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একারণে র‍্যার আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে মঙ্গলবার ভোর ৩টার সময় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি তার আপন কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *