Home বিনোদন বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কার নিতে গেলেন আলিয়া
অক্টোবর ১৭, ২০২৩

বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কার নিতে গেলেন আলিয়া

সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, এখবর সবারই জানা। গত আগস্টেই ঘোষণা হয়েছিল সেরা অভিনেত্রী হিসাবে আলিয়ার নাম। তবে নতুন খবর হচ্ছে আজ ১৭ অক্টোবর মঙ্গলবার রণবীরের হাত ধরে জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরেই দিল্লি পৌঁছেছেন আলিয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরে দিল্লি পৌঁছেছেন আলিয়া যারা রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখেছেন, তারা দিব্বি বুঝে যাবেন। সেই একই শাড়ি, একই ব্লাউজ। মাথায় ওড়না আর ভারী গয়না শুধু নেই। বিয়ের দিন আলিয়া চুল খোলা রেখেছিলেন। আর এদিন আলিয়া খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে পরেছেন কানপাশা।

এদিকে জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘এইজন্যই আলিয়াকে এত্ত ভালোলাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দু’বার পরতেও দ্বিধা করেন না।’ কেউ আবার এখানে রণবীর-আলিয়া জুটিকে মাধুরী-সঞ্জয় দত্ত জুটির সঙ্গে তুলনা টেনেছেন।

জীবনের এমন একটা দিনে রণবীর কাপুরকে সবসময় স্ত্রীর পাশে ছায়াসঙ্গী হয়ে ঘুরতে দেখা যায়। এদিন রণবীর পরেছিলেন কালো শ্যুট। এদিকে তাকে সবসময় স্ত্রী ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *