Home বিনোদন এ কোন ওমর সানী
অক্টোবর ১৭, ২০২৩

এ কোন ওমর সানী

প্রায় দুই বছর পর সিনেমার শুটিংয়ে ক্যামেরা সামনে দাঁড়ালেন ঢাকাই ছবির একসময়ের নায়ক ওমর সানী। নায়ক হয়ে সিনেমায় যাত্রা শুরু করলেও একটা সময় এসে খলনায়ক চরিত্রে অভিনয় করা শুরু করেন। ‘ওরা দালাল’, ‘ক্ষমতার গরম’, ‘খালাস’ ইত্যাদি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে সফলও হয়েছেন তিনি। মাঝে তিনি সিনেমায় অনিয়মিত হয়ে পড়েছিলেন।

আবারও কাজ শুরু করলেন। তবে এবার আর নায়ক-খলনায়ক নয়, এক আধ্যাত্মিক চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। ‘ডেড বডি’ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ১০ অক্টোবর ঢাকায় শুরু হয়েছে ছবিটির কাজ।

এ ব্যাপারে ওমর সানী বলেন, ‘অনেক দিন কাজ করি না। নায়ক থেকে ভিলেন চরিত্রে কাজ শুরু করেছিলাম। দর্শকের সাড়াও পেয়েছি। ভিলেন হিসেবে অনেকগুলো ছবি সুপারহিটও হয়েছে। কিন্তু আমার মেয়ে চায়নি আমি খলনায়ক চরিত্রে কাজ করি। তাই মেয়ের চাওয়াকে প্রাধান্য দিয়ে এই চরিত্র থেকে সরে এসেছি। অনেক দিন সিনেমায় কাজ করা হয়নি। এই চরিত্র একটু অন্য রকমের, তাই কাজটি করছি।’

ওমর সানি
ওমর সানিছবি : ওমর সানির

ওমর সানী আরও বলেন, ‘হরর গল্পের ছবি এটি। ফ্যান্টাসি আছে। এখানে আমার চরিত্রটি একটু তান্ত্রিক গোছের। একটি মেয়ে মারা যায়। সেই মেয়ের আত্মাকে আমি দেখতে পাই। আত্মাও আমাকে দেখে। তাকে ধরার পেছনে ছুটি। কারণ, তার মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব। এমন একটি চরিত্রে।’

ওমর সানীর কথায়, ‘এই চরিত্রের গেটআপ, অঙ্গভঙ্গি অন্য রকমের। সংলাপ বলাটাও ভিন্ন, যেটি আগে কখনো করা হয়নি। এ রকম একটি চরিত্রের রূপ দেওয়ার জন্য আমাকে মুখে–শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটুও আঁকতে হয়েছে। এই ছবিতে আমাকে নতুনভাবে পাবেন দর্শকেরা।’

 ওমর সানি
ওমর সানিছবি : ওমর সানির

এখন থেকে আবার নিয়মিত অভিনয় করবেন কি না, জানতে চাইলে ওমর সানী বলেন, ‘নিয়মিত সিনেমা করব। তবে ইতিবাচক চরিত্রে কাজ করব, খলনায়ক নয়। যদি হিন্দি সিনেমা “অগ্নিপথ”–এর সঞ্জয় দত্তের মতো চরিত্র পাই, তাহলে নেতিবাচক চরিত্রে একটা ছবি করতে পারি।’

এই অভিনেতা জানান, ১০ অক্টোবর থেকে ঢাকা, সাভার মিলিয়ে ‘ডেড বডি’ ছবির শুটিং চলছে। ২৩ অক্টোবর থেকে বান্দরবানে হবে শুটিং। সেখানেই ওমর সানীর শুটিং শেষ হয়ে যাবে।
‘ডেড বডি’ ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের রোশান, কলকাতার অন্বেষা রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *