ফেনসিডিল নিয়ে ধরা পড়লো রামগড় পুলিশের কনস্টেবল
চট্টগ্রাম নগরে ফেনসিডিলসহ খাগড়াছড়ির রামগড় থানার এক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার তারা গেট এলাকায় আরও দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম আশরাফুল হাসান তানভীর (২৬)। তিনি রামগড় থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। গ্রেপ্তার তার দুই সহযোগী হলেন মো. মুসা (৪৪) ও এজাহার মিয়া (৩২)।
এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আশরাফুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাগড়াছড়ি জেলা পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ কনস্টেবল আশরাফুল ২০১৫ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত শনিবার কর্মস্থল রামগড় থানা থেকে ছুটিও নেননি। সহযোগীদের নিয়ে ফেনসিডিলসহ চট্টগ্রামে গ্রেপ্তার হন।
বিষয়টি নিশ্চিত করে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন জানান, কনস্টেবল আশরাফের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।