Home সারাদেশ আইজিপি কার্যালয় অভিমুখে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় বাধা
অক্টোবর ১৫, ২০২৩

আইজিপি কার্যালয় অভিমুখে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় বাধা

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয় অভিমুখে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা আটকে দেওয়া হয়েছে।

আজ রোববার বেলা ১টা ৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়।

বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মী, পেশাজীবী, বিরোধী মতাদর্শের নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি-হয়রানিমূলক রাজনৈতিক মামলা করার প্রতিবাদে আইজিপি কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি পেশের এ কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রাকে কেন্দ্র করে হাইকোর্ট মাজার গেটের বাইরে ব্যারিকেড দিয়ে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছিল।

বেলা সোয়া একটার দিকে হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হতেই পদযাত্রাটি আটকে দেয় পুলিশ।

পুলিশের বাধার মুখে বিএনপিপন্থী আইনজীবীরা হাইকোর্ট মাজার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

পরে বিএনপিপন্থী আইনজীবীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যায়।

প্রতিনিধিদলটিতে রয়েছেন আইনজীবী জয়নুল আবেদীন, সুব্রত চৌধুরী, এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও মোহাম্মদ মহসিন রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *