Home রাজনীতি ১৫ দিনের মধ্যে দেশে নির্বাচনী আমেজ শুরু হবে: আব্দুর রাজ্জাক
অক্টোবর ১৫, ২০২৩

১৫ দিনের মধ্যে দেশে নির্বাচনী আমেজ শুরু হবে: আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, সারা দেশে আগামী ১৫ দিনের মধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে যাবে। তিনি বলেন, পূর্ণাঙ্গভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার প্রণয়ন কমিটির দ্বিতীয় বৈঠকের শুরুতে এসব কথা বলেন আব্দুর রাজ্জাক। তিনি আগামী নির্বাচনে দলের ইশতেহার তৈরির কমিটির প্রধান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্লোগান ছিল ‘গ্রাম হবে শহর’, যা বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। তিনি জানান, এবারের ইশতেহারের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি।

ইশতেহার তৈরিতে সব পেশাজীবীর মতামত চাওয়া হয়েছে বলে জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, অনেক সাড়া পাওয়া গেছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, চাল-তেলসহ নিত্যপণ্যের দাম সারা বিশ্বে বেড়েছে। আওয়ামী লীগের আসন্ন নির্বাচনের ইশতেহারে এ বিষয়গুলো থাকবে। সরকার দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কোনো আন্দোলন-সংগ্রাম নির্বাচন থেকে আওয়ামী লীগকে সরাতে পারবে না উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, এই সরকারের উন্নয়ন সারা দেশে দৃশ্যমান। অতীতেও বিএনপি নানাভাবে চেষ্টা করেছে। এবার এ রকম হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্যসচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কমিটির সদস্য অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *