Home অপরাধ গৃহবধূকে অপহরণ, ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
অক্টোবর ১৪, ২০২৩

গৃহবধূকে অপহরণ, ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূকে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিন চর আইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ অক্টোবর) সকালে এ অপহরণের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূর পরিবার।

জানা গেছে, অপহৃত ওই গৃহবধূ গত ১১ অক্টোবর সন্ধ্যায় তার স্বামী বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি উপজেলার রমজানপুর এলাকার মাঝের খেয়াঘাট নামক স্থানে পৌছলে একই এলাকার জুয়েল শিকদার, জয়নাল শিকদারসহ কয়েকজন মিলে ওই গৃহবধুকে জোর পূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে এই ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে জুয়েল শিকদার, জয়নাল শিকদারসহ ৪ জনকে আসামি করে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অপহৃত ওই গৃহবধু বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে জুয়েল শিকদার, জয়নাল শিকদারসহ ৪ জন মিলে অপহরণ করেছে। তাই আমি তাদের নামে মামলা করবো।

কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, গৃহবধূ অপহরণের ঘটনায় থানায় চার জনের নামে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *