Home সারাদেশ আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন “টিম স্বপ্নীল”
অক্টোবর ১২, ২০২৩

আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন “টিম স্বপ্নীল”

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি : স্ট্যাটিসটিক্স ডিবেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ৩য় আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ টিম প্রত্যয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম স্বপ্নীল।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৮ টি টিম নিয়ে ২ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট (ডট) হয়েছেন মোতালেব পারভেজ ও ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছেন মুসলিমা মেহজাবিন মুফতী। চ্যাম্পিয়ন দলের সদস্য হলেন মাজহারুল ইসলাম টুটুল, জুবায়ের রাফি ও সালেহ আহমেদ সাদ। রানারআপ দলের সদস্য ছিলেন আবদুল কাদের টুটুল, মুসলিমা মেহজাবিন মুফতী ও রুপালি আক্তার।
এছাড়া চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর মো: মেফতাহুল হাসান ও জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক রাফিয়া রহমান এবং পদার্থবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সভাপতি সাজিয়া ইফফাত সহ আরও অনেকে।
বিতর্ক প্রতিযোগিতা নিয়ে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. আবু সাইদ মো: রিপন রউফ বলেন, “আমাদের শিক্ষার্থীদের বিতর্ক চর্চার ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় সহায়তা বিভাগ থেকে করা চেষ্টা থাকবে। বিতর্ক চর্চা চালু রাখতে শিক্ষার্থীদের আহ্বান করেন। “
স্ট্যাটিসটিক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মাহমুদ তানজীদের সঞ্চালনায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *