Home শিক্ষা-ক্যাম্পাস বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত জবির ৮৭ শিক্ষার্থী 
অক্টোবর ১২, ২০২৩

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত জবির ৮৭ শিক্ষার্থী 

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’(এনএসটি) এর জন্য মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮৭ জন শিক্ষার্থী। গত ৯ অক্টোবর (সোমবার) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরে ফেলোশিপের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, ভৌতবিজ্ঞান,জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ দেওয়া হয়। এর মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপের জন্য মোট ৯২৫ জন মনোনীত হয়েছেন। যার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী রয়েছেন। ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জবির ৩২ জন শিক্ষার্থী।
ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা এমএসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা, এমফিল ক্যাটাগরিতে ৬৮হাজার ৪০০ টাকা ও পিএইচডি ক্যাটাগরিতে তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, অবকাঠামোর সুযোগ সুবিধা ছাড়াই আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি সম্মানের। এই কৃতিত্ব সম্পূর্ণ ফেলোশিপের জন্য মনোনীত শিক্ষার্থী এবং তাদের শিক্ষকদের। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নে এই উদ্যোগটি অবদান রাখবে। পাশাপাশি গবেষণায় এগিয়ে যেতেও যুগান্তকারী ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *