বাসা ভাড়া নেওয়ার কথা বলে ফ্ল্যাটে ঢুকে স্বর্ণালংকার লুট
রাজধানীর মিরপুরে ষাটোর্ধ্ব নারীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে লুট করা টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, গ্রেপ্তার তরুণের নাম মো. লিটন (২৭)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ থেকে লুট করা সোনার চেন ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার লিটন বাসা ভাড়ার নেওয়ার কথা বলে ফ্ল্যাটে যান। এরপর ঘরে থাকা নারীদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, গত শনিবার লিটন মিরপুর মডেল থানার কল ওয়ালাপাড়ায় বাসা ভাড়ার নেওয়ার কথা বলে একটি ফ্ল্যাটে ঢোকেন। সেখানে শিরিন মজুমদার (৬৫) নামের এক নারী ও তাঁর ছেলে থাকেন। কিন্তু ঘটনার সময় ছেলে বাইরে ছিলেন। এটি নিশ্চিত হয়ে লিটন ফ্ল্যাটে ঢুকে নারীর হাত–পা বেঁধে সোনার চেন, আংটি, ২৫ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় মামলা হলে মিরপুর ১০ নম্বর থেকে লুট করা ২৫ হাজার টাকাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তার লিটন একসময় সৌদি আরব ছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসেন। তিনি বাসা ভাড়ার কথা বলে বিভিন্ন ফ্ল্যাটে যান। সাধারণত যেসব ফ্ল্যাটে পুরুষ থাকেন না, সেসব ফ্ল্যাটকেই নিশানা করেন।