Home বিনোদন প্রেমের গান দিলে মনে করবে প্রেম করি…
অক্টোবর ১২, ২০২৩

প্রেমের গান দিলে মনে করবে প্রেম করি…

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুককে বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।

অভিনয়শিল্পীর পাশাপাশি মাঝেমধ্যে নির্মাণেও দেখা যায় মেহের আফরোজ শাওনকে। তাঁর গাওয়া গানও শ্রোতাদের আনন্দিত করে। সেই মেহের আফরোজ শাওন ছবিটি পোস্ট করে জীবনানন্দ দাশের কবিতার এই লাইন জুড়ে দিয়েছেন—‘যেইখানে বন, আদিম রাত্রির ঘ্রাণ, বুকে ল’য়ে অন্ধকারে গাহিতেছে গান—তুমি সেইখানে। নিঃসঙ্গ বুকের গানে, নিশীথের বাতাসের মতো, একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত।’
অভিনয়শিল্পীর পাশাপাশি মাঝেমধ্যে নির্মাণেও দেখা যায় মেহের আফরোজ শাওনকে। তাঁর গাওয়া গানও শ্রোতাদের আনন্দিত করে। সেই মেহের আফরোজ শাওন ছবিটি পোস্ট করে জীবনানন্দ দাশের কবিতার এই লাইন জুড়ে দিয়েছেন—‘যেইখানে বন, আদিম রাত্রির ঘ্রাণ, বুকে ল’য়ে অন্ধকারে গাহিতেছে গান—তুমি সেইখানে। নিঃসঙ্গ বুকের গানে, নিশীথের বাতাসের মতো, একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। যাঁরা নিয়মিত বাজারে যান, তাঁরাই এটা উপলব্ধি করতে পারেন। কয়েক দিন আগে চিত্রনায়ক ওমর সানিও এ নিয়ে কথা বলেছিলেন। নাটক ও চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলীও তাঁর বাজারে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘প্রতিটি কাঁচাবাজারের পাশেই একটা সুইসাইড জোন রাখতে পারে সরকার। ব্যস, খেলা খতম!’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। যাঁরা নিয়মিত বাজারে যান, তাঁরাই এটা উপলব্ধি করতে পারেন। কয়েক দিন আগে চিত্রনায়ক ওমর সানিও এ নিয়ে কথা বলেছিলেন। নাটক ও চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলীও তাঁর বাজারে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘প্রতিটি কাঁচাবাজারের পাশেই একটা সুইসাইড জোন রাখতে পারে সরকার। ব্যস, খেলা খতম!’

অভিনয়শিল্পী শাহনাজ খুশিকেও প্রায়ই নানা ইস্যুতে ফেসবুকে লেখালেখি করতে দেখা যায়। বুধবার তিনি লিখেছেন তাঁর ভিন্ন রকম উপলব্ধির কথা। তিনি লিখেছেন, ‘আপনার সবচেয়ে অযত্ন করবে, আপনি যাকে সবচেয়ে বেশি যত্ন করেছেন। আপনার সাথে সে-ই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করবে, যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন। আপনাকে সে-ই সবচেয়ে বেশি হতাশ করবে, যাকে আপনি সবচেয়ে বেশি সময় দিয়েছেন! তবে এটাও উজ্জ্বল সত্যি, অভিজ্ঞতা কেবল মানুষকে ভেঙে দেয় না, সমৃদ্ধও করে।’
অভিনয়শিল্পী শাহনাজ খুশিকেও প্রায়ই নানা ইস্যুতে ফেসবুকে লেখালেখি করতে দেখা যায়। বুধবার তিনি লিখেছেন তাঁর ভিন্ন রকম উপলব্ধির কথা। তিনি লিখেছেন, ‘আপনার সবচেয়ে অযত্ন করবে, আপনি যাকে সবচেয়ে বেশি যত্ন করেছেন। আপনার সাথে সে-ই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করবে, যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন। আপনাকে সে-ই সবচেয়ে বেশি হতাশ করবে, যাকে আপনি সবচেয়ে বেশি সময় দিয়েছেন! তবে এটাও উজ্জ্বল সত্যি, অভিজ্ঞতা কেবল মানুষকে ভেঙে দেয় না, সমৃদ্ধও করে।’

একসময়ের অভিনয়শিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। সন্তানেরা সেখানেই পড়াশোনা করে। প্রায়ই ফেসবুকে নানা বিষয়ে পোস্ট দেন। শ্রাবন্তী ভালো লাগার গানও শেয়ার করেন ফেসবুকে। বিভিন্ন ধরনের গান পোস্ট করা নিয়ে বিড়ম্বনায়ও পড়েছেন তিনি, তেমনটাই জানালেন আজ দেওয়া একটি পোস্টে। শ্রবান্তী লিখেছেন, ‘প্রেমের গান দিলে মনে করবে প্রেম করি। দুঃখের গান দিলে মনে করবে দুঃখে আছি। আর কী গান দেব তাহলে? জ্বালা।’
একসময়ের অভিনয়শিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। সন্তানেরা সেখানেই পড়াশোনা করে। প্রায়ই ফেসবুকে নানা বিষয়ে পোস্ট দেন। শ্রাবন্তী ভালো লাগার গানও শেয়ার করেন ফেসবুকে। বিভিন্ন ধরনের গান পোস্ট করা নিয়ে বিড়ম্বনায়ও পড়েছেন তিনি, তেমনটাই জানালেন আজ দেওয়া একটি পোস্টে। শ্রবান্তী লিখেছেন, ‘প্রেমের গান দিলে মনে করবে প্রেম করি। দুঃখের গান দিলে মনে করবে দুঃখে আছি। আর কী গান দেব তাহলে? জ্বালা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *