Home দেশ-বিদেশের যু্দ্ধ খাবার-পানি সংকটে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ: জাতিসংঘ
অক্টোবর ১২, ২০২৩

খাবার-পানি সংকটে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ: জাতিসংঘ

ইসরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষে ভোগান্তিতে গাজাবাসী। যুদ্ধের কারণে এই অঞ্চলের খাবার ও পানি দিন দিন ফুরিয়ে আসছে। নতুন করে পাচ্ছে না তেমন কোনো সরবরাহ। এই পরিস্থিতিতে গাজার মানুষের মানবিক সংকট ভয়াবহ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জরুরি বিভাগের উপ-প্রধান ব্রায়ান ল্যান্ডার।

ব্রায়ান ল্যান্ডার বৃহস্পতিবার বলেছেন, গাজায় খাদ্য ও পানি সরবরাহ সীমিত। এগুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখানে মানবিক পরিস্থিতি ‘ভয়াবহ’।

তিনি আরও বলেন, ইউএন এজেন্সি এখানে কাজ করছে। আমরা হাজার হাজার লোককে খাদ্য সরবরাহ করছি যারা স্কুলে এবং অঞ্চল জুড়ে অন্য কোথাও আশ্রয় চেয়েছে। কিন্তু আমাদের সরবরাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে।

Untitled

ল্যান্ডার জানান, ‘গাজা উপত্যকায় আমাদের প্রবেশাধিকার নেই, বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চাইছি যেন সঙ্কট বাড়ার সঙ্গে সেঙ্গ আমাদের কাছে বাসিন্দাদের নিকট সাপ্লাই পৌঁছে দেওয়ার মতো রাস্তা খোলা থাকে।’

তবে পরিস্থিতি ঠিক কোনদিকে যাবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউএফপি বিশেষ করে যদি মানবিক পরিস্থিতির দিকে নজর দেওয়া না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *