Home সারাদেশ সকালে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৯
অক্টোবর ১১, ২০২৩

সকালে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় গার্মেন্টেসের পাঁচ কর্মী ও মানিকগঞ্জের ভাটবাউরে বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে চার জন নিহত হয়েছে।

আজ বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুরখাই জামতলীর সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া পাড়ার আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮)। এ ছাড়া আরও একজন মৃত ব্যক্তির তথ্য পাওয়া জায়নি এবং অপর আরেকজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় সড়ক দুর্ঘটনায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালের পানিতে পড়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আব্দুর রউফ সরকার বলেন, পানিতে ডুবে যাওয়ায় দুর্ঘটনাকবলিত লেগুনাটিতে থাকা আরো কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *