Home তথ্য প্রযুক্তি বিনা মূল্যে উইন্ডোজ হালনাগাদের সুযোগ বন্ধ করল মাইক্রোসফট
অক্টোবর ৯, ২০২৩

বিনা মূল্যে উইন্ডোজ হালনাগাদের সুযোগ বন্ধ করল মাইক্রোসফট

পুরোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। এখন থেকে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা বিনা মূল্যে নিজেদের যন্ত্রে উইন্ডোজের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ, শুধু অর্থের বিনিময়ে লাইসেন্স কিনে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ জুলাই পুরোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে উইন্ডোজ হালনাগাদের সুবিধা বন্ধের ঘোষণা দেয় মাইক্রোসফট। কিন্তু গত সাত বছর ধরে ব্যবহারকারীরা উইন্ডোজ ৭–এর ‘প্রোডাক্ট কি’ ব্যবহার করে বিনা মূল্যে উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারতেন। সম্প্রতি এ সুবিধা বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। এর ফলে উইন্ডোজ হালনাগাদের জন্য বাধ্যতামূলকভাবে লাইসেন্স কিনতে হবে পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের।

উইন্ডোজ ও অ্যান্টিভাইরাস হালনাগাদের আড়ালে র‍্যানসমওয়্যার

উইন্ডোজ ও অ্যান্টিভাইরাস হালনাগাদের আড়ালে র‍্যানসমওয়্যার

সম্প্রতি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম হালনাগাদের নীতিমালা পরিবর্তন করেছে মাইক্রোসফট। নতুন নীতিমালায় বলা হয়েছে, উইন্ডোজ ১১ বা পরবর্তী অপারেটিং সিস্টেম হালনাগাদের জন্য কম্পিউটারে হালনাগাদ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। এর ফলে পুরোনো মডেলের কম্পিউটারে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে না। তবে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা চাইলেই বিনা মূল্যে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম হালনাগাদ করতে পারবেন।

সূত্র: জেডডিনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *