Home অপরাধ ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
অক্টোবর ৯, ২০২৩

ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে ফতুল্লার লালপুর এলাকায় ডাইং ব্যবসায়ী হাজি শহিদুল্লাহ মিয়াজীর মালিকানাধীন বাড়ি মিয়াজী মঞ্জিলে এ ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লাখ টাকা ও ৮০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে বলে পরিবারটির অভিযোগ।

স্থানীয় রনি ডাইং নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক হাজি শহিদুল্লাহ মিয়াজী। তাঁর বড় ছেলে মো. রনি ডাকাতির বিষয়ে সাংবাদিকদের বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের বাড়ির দ্বিতীয় তলার দক্ষিণের বারান্দার গ্রিল কেটে মাথায় ক্যাপ ও মুখোশ পরিহিত ছয় ডাকাত তাঁর কক্ষে ঢুকে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে প্রথমে তাঁর হাত ও মুখ বেঁধে ফেলে। তাঁর ছোট ভাই ও পরিবারের অন্য সদস্যদের অপর একটি কক্ষে আটকে রাখা হয়। পরে ডাকাতেরা সবগুলো কক্ষের আলমারির তালা ভেঙে ১৫ লাখ টাকা ও ৮০ ভরি স্বর্ণালংকার লুট করে। প্রায় এক ঘণ্টার মতো অবস্থান করে ভোররাত সাড়ে চারটার দিকে ডাকাতেরা চলে যায়।

মো. রনি বলেন, গতকাল রাতে এক পার্টিকে টাকা দেওয়ার কথা ছিল। তাই এত টাকা বাসায় রাখা হয়েছিল। ডাকাতেরা ওই টাকা ও বাড়ির স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম প্রথম আলোকে বলেন, ডাকাতেরা ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের ধরার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *