নিরাপত্তা জনিত কারণে জবিতে আসছেন না ‘জেমস’
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে নগর বাউল খ্যাত শিল্পী ‘জেমস’ কে আনার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা জনিত কারণে তিনি আসছেন না বলে জানা গেছে।
আজ সোমবার (৯ অক্টোবর) সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বলেন, নিরাপত্তা জনিত কারণে এবারের বিশ্ববিদ্যালয় দিবসে জেমসকে নিয়ে আসার যে পরিকল্পনা নেওয়া হয়েছিলো তা থেকে সরে আসা হয়েছে।
অন্য কোনো ব্যান্ড দল আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাতে এখনো কিছুদিন সময় আছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কাদেরকে আনা যায় তা নিদিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এবারের বিশ্ববিদ্যালয় দিবসে জেমসেকে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়।