সালমান খানের সঙ্গে কে এই মডেল
এক তরুণ মডেলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউড তারকা সালমান খান লিখেছেন, ‘আমি সব সময় তোমার পেছনে থাকব।’ তবে সেই মডেলের মুখ দেখা যাচ্ছে না। গতকাল পোস্ট করা ছবিটি সালমান–অনুরাগীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে; কে এই মডেল? ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে থাকল তাঁর পরিচিতি।