Home বিনোদন সালমান খানের সঙ্গে কে এই মডেল
অক্টোবর ৯, ২০২৩

সালমান খানের সঙ্গে কে এই মডেল

এক তরুণ মডেলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউড তারকা সালমান খান লিখেছেন, ‘আমি সব সময় তোমার পেছনে থাকব।’ তবে সেই মডেলের মুখ দেখা যাচ্ছে না। গতকাল পোস্ট করা ছবিটি সালমান–অনুরাগীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে; কে এই মডেল? ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে থাকল তাঁর পরিচিতি।

আজ ইনস্টাগ্রামে আরেক পোস্টে সেই মডেলকে সামনে এনেছেন সালমান খান। তিনি আর কেউ নন, সালমানের ভাগনি আলিজে অগ্নিহোত্রি। সালমান খানের বোন আলভিরা খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রির মেয়ে আলিজে
আজ ইনস্টাগ্রামে আরেক পোস্টে সেই মডেলকে সামনে এনেছেন সালমান খান। তিনি আর কেউ নন, সালমানের ভাগনি আলিজে অগ্নিহোত্রি। সালমান খানের বোন আলভিরা খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রির মেয়ে আলিজেছবি: ইনস্টাগ্রাম

সালমান খানের ফ্যাশন প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান ক্লদিং’–এর ফটোশুটে পাওয়া গেছে মামা–ভাগনিকে
সালমান খানের ফ্যাশন প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান ক্লদিং’–এর ফটোশুটে পাওয়া গেছে মামা–ভাগনিকেছবি: ইনস্টাগ্রাম

মামার পথ ধরে আলিজেও বলিউডে নাম লিখিয়েছেন। ২৩ বছর বয়সী এই মডেলের প্রথম সিনেমা ‘ফারে’ মুক্তি পাচ্ছে ২৪ নভেম্বর
মামার পথ ধরে আলিজেও বলিউডে নাম লিখিয়েছেন। ২৩ বছর বয়সী এই মডেলের প্রথম সিনেমা ‘ফারে’ মুক্তি পাচ্ছে ২৪ নভেম্বরছবি: ইনস্টাগ্রাম

মুম্বাইয়ে জন্ম নেওয়া আলিজে ধীরুভাই আমবানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরে লন্ডনেও পড়াশোনা করেছেন
মুম্বাইয়ে জন্ম নেওয়া আলিজে ধীরুভাই আমবানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন তিনি। পরে লন্ডনেও পড়াশোনা করেছেনছবি: ইনস্টাগ্রাম

অল্প কিছুদিন আগে ইনস্টগ্রামে নিজের অ্যাকাউন্ট ‘পাবলিক’ করেছেন আলিজে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী প্রায় আড়াই লাখের মতো
অল্প কিছুদিন আগে ইনস্টগ্রামে নিজের অ্যাকাউন্ট ‘পাবলিক’ করেছেন আলিজে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী প্রায় আড়াই লাখের মতোছবি: ইনস্টাগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *