মিরসরাইয়ে রোডমার্চে যাওয়ার অপরাধে বিএনপির তিন কর্মীকে মারধর
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে মিরসরাইয়ে অনুষ্ঠিত পথসভায় যাওয়ার অপরাধে বিএনপির তিন কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ( ৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ ও কাটাছরা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন বিএনপি কর্মী হেঞ্জু মিয়া, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ হারুন। আহতদের মধ্যে হেঞ্জু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি রোডমার্চে মিরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় অংশগ্রহণ করায় বিএনপির তিন কর্মীর উপর হামলা করেছে সরকারী দলের লোকজন। আহতদের মধ্যে ইব্রাহিম ও হারুন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন। হেঞ্জুর শারীরিক অবস্থায় খারাফ হওয়ায় তাকে চমেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, বিএনপির কর্মীদের মারধরের বিষয়টি আমার জানা নেই। কেউ এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।