কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় গভীররাতে চিৎকার চেঁচামেচি করার সময় ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।
শনিবার দুপুরে ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত ২টার দিকে পৌরসভার ওবায়দুল কাদের এমপি সড়ক (বাইপাস) থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার ওবায়দুল কাদের এমপি সড়কে (বাইপাস) গভীর রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা চিৎকার চেঁচামেচি করে আসছিল। স্থানীয় লোকজন চেষ্টা করেও তাদের ওই স্থান থেকে সরাতে পারেননি। নিরুপায় হয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী জানান, বাইপাস সড়কে গভীর রাতে প্রায়ই বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যায়। রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের চিৎকার ও উচ্ছৃঙ্খল আচরণের খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।