বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ঔষধ জব্দ
চট্টগ্রাম জেলার ভূজপুরে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর সদস্যরা।
গতকাল ৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভূজপুর থানার অন্তর্গত বাগানবাজার বিওপির ফেনী নদীর কুল নামক স্থান হতে এসব মালামাল জব্দ করা হয়।
জানা যায়, এদিন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বাগানবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ফেনী নদীর কুল নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ৯৩ বোতল মদ এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ ও ঔষধ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে।