Home বিশ্ব ইসরায়েলের পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত
অক্টোবর ৭, ২০২৩

ইসরায়েলের পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ১৬০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত ব্যক্তির সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

আজ শনিবার সকালে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এতে ৪০ ইসরায়েলি নিহত হন। আহত হয়েছেন অন্তত সাড়ে ৭০০। দেশটির সরকার হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। আহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২২ নাগরিকের মৃত্যুর খবর দিয়েছিল ইসরায়েল সরকার।

হামলার পর ইসরায়েলের জনগণের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব। শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

হামাসের হামলায় নিহত ২২, যুদ্ধের মধ্যে আছি: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনবিষয়ক যুক্তরাষ্ট্রের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, সন্ত্রাস ও সহিংসতায় কোনো কিছুর সমাধান হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *