Home অপরাধ মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাখ টাকা জরিমানা
অক্টোবর ৭, ২০২৩

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাখ টাকা জরিমানা

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে রহমানিয়া বেকারিকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর এলাকার দলীয়া খালের পাশে অবস্থিত রহমানিয়া বেকারি তে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এ সময়, অস্বাস্থ্যকর পরিবেশে এবং জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্য বিক্রি করা একই সাথে মোড়কে পণ্যের তথ্য না থাকায় মাটিরাঙ্গার রহমানিয়া বেকারি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১লাখ টাকা অর্থদন্ড করা হয়। একইসাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে বেকারির মালিক ও কর্মচারিদের সতর্ক করে দেয়া হয়। তাছাড়া এসব বেকারির কেক, বিস্কুট নষ্ট করার উদ্যেশ্যে জব্দ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এসআই মো. ময়নাল হোসেন উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *