লন্ডনে প্রধানমন্ত্রীর সংবর্ধনাস্থলের বাইরে বিএনপি নেতা–কর্মীদের বিক্ষোভ
যুক্তরাজ্যের লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনাস্থলের বাইরে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা–কর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ করেন তাঁরা।
প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান ও বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানস্থল ও এর আশপাশে অর্ধশতাধিক পুলিশ ভ্যান ও কয়েক শ পুলিশ সদস্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করেন।