রামগড়ে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ অদ্য ০২/১০/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ৭.০০ ঘটিকার সময় রামগড় থানাধীন ০১ নং রামগড় ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডস্থ যৌথখামার সাকিনে জনৈক আব্দুল মোমেন এর আনারস বাগান সংলগ্ন রামগড় টু খাগড়াছড়ি পাকা সড়কের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একজন অজ্ঞাতনামা পুরুষ (৫০) এর মৃত দেহ পাওয়া যায়। মৃতের বয়স অনুমান ৫০ বছর, গায়ের রং শ্যামলা, লম্বা অনুমান ০৫ ফুট ০৪ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল সাদা-কালো লম্বা অনুমান ০৫ ইঞ্চি, মুখে লম্বা দাঁড়ি আছে। পরনে সাদা চেক লুঙ্গি এবং কালো রংয়ের ফুলহাতা শার্ট রয়েছে। তার চেহারা এবং শারীরিক অবস্থা দেখে তাহাকে দুর্বল এবং মানসিক ভারসাম্যহীন বলিয়া বুঝা যায়। তার ডান হাতের কনুই থেকে নিচের অংশ পূর্ব থেকে নেই। অত্র রামগড় থানা এলাকায় ভিকটিমের কোন পরিচয় কিংবা আত্নীয় স্বজনের সন্ধান পাওয়া যায় নাই। উক্ত অজ্ঞাতনামা মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া গেলে জরুরী ভিত্তিতে রামগড় থানায় যোগাযাগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। জরুরী যোগাযোগের নাম্বার- অফিসার ইনচার্জ, রামগড় থানা, মোবাইল নং-০১৩২০-১১০০৮৫, ডিউটি অফিসার, রামগড় থানা, মোবাইল নং-০১৩২০-১১০০৯০।