Home সারাদেশ তারাকান্দা ছাত্রলীগ কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যেই ২ নেতার অব্যহতি 
অক্টোবর ২, ২০২৩

তারাকান্দা ছাত্রলীগ কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যেই ২ নেতার অব্যহতি 

হুমায়ুন কবির, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতির আবেদন ময়মনসিংহের তারাকান্দায় নবগঠিত ছাত্রলীগের কমিটির সহ-সভাপতি ফয়সাল আহমেদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে মুশফিকুর রহমান চৌধুরী মিম পারিবারিক কারণে অব্যাহতি নেয়ার কথা জানিয়ে কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়েছেন।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে বিষয়টিকে ঘিরে তারাকান্দায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।
রোববার (১ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলার সভাপতি মো. আল-আমিন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারাকান্দা উপজেলা শাখার আগের কমিটি বিলুপ্ত করে আগামী ১ বছরের জন্য ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। তাতে সহ-সভাপতি হিসেবে ফয়সাল আহমেদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মুশফিকুর রহমান চৌধুরী মিমের নাম প্রকাশ করা হয়। কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যেই পারিবারিক কারণে অব্যাহতি চেয়ে ফেসবুকে পোষ্ট এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে আবেদন করেছেন তারা।
এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা জানান, যে কেউ পারিবারিক কারণে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি প্রার্থনা করতে পারে। বিষয়টি তেমন গুরুতর কিছু নয়।
তবে একাধিক রাজনৈতিক ব্যাক্তিত্ব ও অব্যাহতি চাওয়া ২ জনের ঘনিষ্ঠজনেরা দাবি করেন প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়ায় তারা গঠিত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন।
এ বিষয়ে ফয়সাল আহমেদ এবং মুশফিকুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি। তারা পদত্যাগপত্রে পারিবারিক কারণ এবং নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মাহফুজ তালুকদার, সাধারণ সম্পাদক আবু সাঈদ জয় এবং মারুফ হাসান শাওন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *