এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় (বৃহস্পতিবার) যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী(সঃ )পালিত হয়েছে। উক্ত অনুস্ঠানে হামদ, নাত,ও কেরাতের আয়োজন করা হয়েছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা হামদ, নাত,কেরাত পরিবেশন করেন। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ ড.রুহুল আমীন খান নবীজীর জীবনী তুলে ধরে ছাত্র- ছাত্রী ও শিক্ষকদের নবী (সঃ) এর আদর্শে জীবন গড়ার লক্ষে হেদায়েত মুলক নছিয়ত করেন। এছাড়া বৃহস্পতিবার বাদ মাগরিব থানা মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে নবীজীর জীবনী সম্পর্কে আলোচনা করেন হাফেজ মাওলানা আবুল হাসান । এসময় আগত মুসল্লিদের নবী (সঃ) এর আদর্শে জীবন পরিচালনা করার তাগিদ দেন। মিলাদ মাহফিলের শেষে তাবারক বিতারন করেন।