বিড়ালের বাচ্চাকে দূরে কোথাও ফেলে দেওয়া প্রসঙ্গে।
প্রশ্ন : একটি বিড়াল ছানা মাঝেমধ্যে আমার ঘরে ঢুকে সোফায় বিছানায় মল-মূত্র ত্যাগ করে দিত। এজন্য পরিবারের সদস্যরা আমাকে কথা শুনাত, কারণ আমি ওকে খাবার দিতাম। তাই বিরক্ত হয়ে আমি তাকে দূরে ছেড়ে আসি। এখন বাচ্চাটি যদি না খেতে পেয়ে বা অন্য কোনো বিড়লের আক্রমণে মারা যায়, তাহলে কি আমি গুনাহগার হব?
উত্তর : আপনি গুনাহগার হবেন না। কারণ, এই বিড়ালটিকে বাড়িতে রেখে মল-মূত্র সহ্য করে লালন পালন করা আপনার দায়িত্ব নয়। মুক্ত জায়গায় ছেড়ে দেওয়া দোষের কিছু নয়। তবে, কোথাও আটকে বা বেধে রাখা জায়েজ নয়। কারণ, তখন সে নিজের খাবার তালাশ করতে পারবে না এবং আত্মরক্ষার জন্য পালাতেও পারবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com