Home চাকুরী কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন ১ লাখ ১৬ হাজার
সেপ্টেম্বর ২৬, ২০২৩

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন ১ লাখ ১৬ হাজার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজার প্রোগ্রামে কো-অর্ডিনেটর—হিউম্যান রিসোর্সেস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: কো-অর্ডিনেটর—হিউম্যান রিসোর্সেস
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচআরএমে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক বা উন্নয়ন সংস্থায় এইচআরএম ও এইচআরডিতে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা রিফিউজি প্রোগ্রামে অভিজ্ঞতাসহ ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা ও যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা থাকতে হবে।

ঢাকা ওয়াসায় ৯ম ও ১০ম গ্রেডে চাকরি, পদ ৪৫

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৯১,৪০০ থেকে ১,১৬,৬৫২ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *