১ ওভারে ২ উইকেট তুলে নিলেন শরিফুল
তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে ১৭২ রানের টার্গেটে নেমে শরিফুল ইসলামের এক ওভারেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। শরিফুলের ১০ম ওভারের দ্বিতীয় বলে নাসুম আহমেদের কাছে ক্যাচ তুলে দিয়ে আউট হন ফিন অ্যালেন এবং তৃতীয় বলে বোল্ড হন ডিন ফক্সক্রফট। ফিন করেছেন ২৬ বলে ২৮ এবং ডিন ১৮ বলে ৯ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। উইল ইয়ং আছেন ৪৭ বলে ৩২ রানে এবং হেনরি নিকোলস ২২ বলে ১৪ রানে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং ধ্বসে পড়ে টাইগারদের ইনিংস। খেলতে পারেনি পুরো ৩৫ ওভারও, অলআউট মোটে ৩৪.৩ ওভারে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৭১ পাড় হয় সংগ্রহ। একাই ৭৬ রান করেছেন শান্ত।
শান্ত ছাড়া বাংলাদেশ দলের বাকিদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে আসে সমান ১৮ রান। দুই অঙ্কের ঘরে গেছেন আর কেবল মেহেদী হাসান ১৩।
দুই ওপেনারই ছিলেন ব্যর্থ। তানজিদ তামিম ৬ ও অভিষিক্ত জাকির হাসান ফেরেন ১ রানে। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। আর ১৫ রানে হারায় শেষ ৫ উইকেট। এডাম মিলনে একাই নেন ৪ উইকেট।
এর আগে জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো টস করতে আসেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার।