Home অপরাধ বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ শিশুকে বিভিন্ন মেয়াদে আটকাদেশ
সেপ্টেম্বর ২৬, ২০২৩

বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ শিশুকে বিভিন্ন মেয়াদে আটকাদেশ

বরগুনার আলোচিত সুজন হৃদয় (১৫) হত্যা মামলায় অভিযুক্ত ১৯ শিশুর মধ্যে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে আটকাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মশিউর রহমান খান এ রায় দেন।

রায়ে ১২ জনকে সর্বোচ্চ ১০ বছর করে এবং ৪ জনকে ৭ বছর করে আটকাদেশ দেন আদালত। এই মামলায় অভিযুক্ত অপর তিন শিশুকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হৃদয় বরগুনা শহরের চরকলোনি এলাকার দেলোয়ার হোসেন ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। সে বরগুনা সরকারি টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

২০২০ সালের ২৫ মে ঈদুল ফিতরের দিন বিকেলে হৃদয়ের ওপর একদল কিশোর হামলা চালায়।

শিশু আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ মে ঈদুল ফিতরের দিন বিকেলে হৃদয় তাঁর কিছু বন্ধুসহ ঘুরতে বের হয়। তাঁরা বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে পায়রা নদীর তীরে চায়না প্রজেক্টের ব্লকইয়ার্ডে বেড়াতে যায়। সেখানে একদল কিশোর তাঁদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হৃদয়কে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পর দিন সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়। এ ঘটনায় হৃদয়ের মা বাদী হয়ে ২৬ মে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন। আটকাদেশ দেওয়া দুই অভিযুক্ত পলাতক আছেন।

অভিযুক্ত এক শিশুর বাবা বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্র করে মামলায় আসামি করা হয়েছে। এই হত্যার সঙ্গে সে জড়িত নয়।’

আসামিপক্ষের আইনজীবী হ‌ুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা এই রায়ে সংক্ষুব্ধ। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *