Home সারাদেশ কিশোরীকে রাতভর ‘ধর্ষণ’: ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক বহিষ্কার
সেপ্টেম্বর ২৫, ২০২৩

কিশোরীকে রাতভর ‘ধর্ষণ’: ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক বহিষ্কার

সোনাগাজীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চরদরবেশ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে বহিষ্কার করেছে উপজেলা সেচ্ছাসেবক লীগ।

রোববার সেপ্টেম্বর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী সেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলা শাখার ৫ নং চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন কিশোরীর বাবা। বর্তমানে ওই মামলায় ইমাম হোসেন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *