Home অপরাধ কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
সেপ্টেম্বর ২৪, ২০২৩

কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

গাজীপুরের শ্রীপুরে কাইয়ুম (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামে কলম্বিয়া অ্যাপারেলস কারখানার পরিত্যক্ত জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ অন্তর নামে এক যুবককের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। অভিযুক্ত অন্তর একজন বাসচালক।

নিহত কাইয়ুম নেত্রকোনা জেলার বারোহাট্টা থানার তেলসুন্দর গ্রামের মতিউর রহমানের ছেলে। সে কেওয়া গ্রামের জনৈক বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় রাশিদুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজে কাজ করত।

নিহতের বড়ভাই হারুন মিয়া অভিযোগ করে বলেন, গত শুক্রবার দুপুরে তার ভাই কাইয়ুমের সঙ্গে অন্তর নামে এক যুবকের বাগবিতণ্ডা হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে হঠাৎ করে জানতে পারলাম কলম্বিয়া কারখানার পূর্ব পাশে আমগাছের তারের সঙ্গে গলায় রশি লাগানো মরদেহ রয়েছে। আমার ধারণা, অভিযুক্ত অন্তর সুপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যার পর মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। আমরা এ বিষয়ে মামলা করব।

মায়ের সঙ্গে রাগ করে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী

শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *